HomeScienceপরিবেশ বিপর্যয় ও জলবায়ু...

পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ

krishan foundation আধুনিকতার শীর্ষে চলে যাওয়ায় কিংবা প্রযুক্তির উৎকর্ষে পৌঁছে যাওয়ার পর উন্নত দেশে এখন সবাই হঠাৎ পৃথিবীকে স্নেহ করতে শুরু করেছে।
তারা এখন ভাবছে কীভাবে পৃথিবীর মাটিকে বাঁচানো যায়, কীভাবে পানিকে বিশুদ্ধ করা যায়, কীভাবে বায়ুকে দূষণ থেকে রক্ষা করা যায়…।
যারা নিজেরা শিল্পোন্নত হওয়ার নেশায় বায়ুকে দুষিত করেছে, যারা নিজেদের উন্নয়ন করতে গিয়ে লাখ লাখ প্লাস্টিক মাটিতে মিশিয়েছে, যারা মহাবিশ্ব জয় করতে গিয়ে পৃথিবীর আবহাওয়া নষ্ট করেছে, শেই উন্নত দেশগুলো পৃথিবীকে নতুন করে স্নেহ করতে শুরু করেছে।
পৃথিবীর এক-তৃতীয়াংশ উন্নত মানুষগুলো ভুলে যাচ্ছে তারা ব্যতীত পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এখনো নিজের এবং পরিবারের একবেলা আহারের জন্যে অন্যের সাহায্য এবং আকাশের দিকে চেয়ে বসে থাকে। krishan foundation
উন্নত বিশ্ব যখন বলছে আমাদের মাটিকে বাঁচাতে হবে যারা নিজেরাই এটিকে নষ্ট করছে। অন্যদিকে পৃথিবীর আরেক প্রান্তের মানুষ জানেই না কেন তার মাটিতে খরা ভর করেছে।
উন্নত বিশ্বের মানুষ এখন ECO FRIENDLY শব্দে প্রভাবিত, যারা নিজেদের জীবনচর্চা (lifestyle) থেকে শুরু করে সবকিছুতে পরিবেশবান্ধব/ Eco friendly হতে চায়, যেখানে তারা পৃথিবীর অধিকাংশ মানুষের সাথেই এখনো বন্ধুসুলভ হতে পারে নি।
তবে হ্যাঁ, তারা যদি ভাবে উন্নত দুটি মহাদেশ বা গুটি কয়েক পরমানু সমৃদ্ধ দেশ ECO FRIENDLY হয়ে গেলে কিংবা পরিবেশ বান্ধব ফাঁকা বুলি আওড়ালে দায় এড়াতে পারবেন কিংবা আসন্ন পরিবেশের মহাবিপর্যয় থেকে রক্ষা পেতে পারেন,
তাদের জন্য কবি ভারতচন্দ্র রায় গুনাকরের কবিতায় লাইনটা বলতে হয়
“নগর পুড়িলে দেবালয় কি এড়ায় ?“ krishan foundation
বাংলাদেশ আয়তনে ছোট এবং জনবহুল দেশ তা আমরা মোটামুটি সবাই জানি, দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগর ঘেষা এই দেশটির দক্ষিণের কয়েকটি জেলা সাতক্ষীরা, বরিশাল, খুলনায় হঠাৎ জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে গত বেশ কয়েক বছর ধরে, কিন্তু কেন?
পৃথিবীর ৮ম জনসংখ্যাবহুল এদেশে সমুদ্রের তীরের কয়েকটি জেলার বৃদ্ধির হার কমে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা কী?
কয়েকমাস আগে একজন স্থানীয় সাংবাদিকের প্রতিবেদনে উঠে আসে ঐ অঞ্চলের মানুষের জীবন হঠাৎ পাল্টে যাওয়ার কারন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তাদের প্রধান আয়ের উৎস সরকারি সহায়তা! হ্যাঁ, সরকারি সহায়তা। একটি অঞ্চলের মানুষের প্রধান উৎস সরকার হতে প্রাপ্ত সহায়তা। কিন্তু কেন?
একটি অঞ্চলের প্রতিটি ঘরেই প্রায় অসুস্থ শিশুর জন্ম হচ্ছে, কিন্তু কেন?
তাদের অনেকেই দেখা যায় বেড়ি বাধের উপর নিজেদের থাকার ব্যবস্থা করেছেন তাবু পেতে, কিন্তু কেন?
আরও অনেক প্রশ্ন করা যাবে। প্রশ্ন বাড়িয়ে আর জটিল করছি না। সামনে আসা প্রশ্নের জবাব খুঁজি বরং!
সরকারি সহায়তা কীভাবে একটি অঞ্চলের মানুষের আয়ের উৎস হতে পারে?
€ সাতক্ষীরা এবং আশেপাশের জেলার মানুষ কয়েক বছর আগেও যাদের আয়ের উৎস ছিল কৃষিকাজ এবং মৎসচাষ ।
সেই লোকালয়ে এখন সারা বছর সমুদ্রের নোনাপানির অভিশাপ। হয় না কোনো ফসল। নোনাপানি আর কাদায় একাকার পুরো এলাকা।
কিছু মানুষ তবুও চেষ্টা করে আয় করার। সারাদিন শামুক কুড়িয়ে তা বিক্রি করে কেজি প্রতি ৩ টাকা। আর সারাদিনে কুড়িয়ে পায় ৩-৫ কেজি শামুক। দিনে সর্বোচ্চ ১৫ টাকা আয়ে কোনো কিছুতেই হিসেব মিলে না। তাই বসে থাকতে হয় কোনো এক জনপ্রতিনিধি আসবেন সহায়তা নিয়ে এই আশায়।প্রতি ঘরে অসুস্থ কিংবা বিকলাঙ্গ শিশুর জন্ম ও নয় কাকতালীয়
€ একজন সন্তানসম্ভবা নারীকে ১০ কি:মি: কাঁদা পানি ডিঙ্গিয়ে যেতে হয় চিকিৎসা সেবা পেতে। যা বাস্তবে অসম্ভব বললেই চলে। গর্ভকালীন সময়ে নারীর অপর্যাপ্ত চিকিৎসা সেবাই একটা প্রজন্ম ধ্বংসের দিকে।

এখন নিশ্চয় অনেক টুকু পরিস্কার কেনো সেসব অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে। না! জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে না, এসব অঞ্চলের মানুষ অন্যত্র চলে যাছে। এত ত্যাগ এত কষ্ট… কিন্তু তারা বেশিরভাগ মানুষই জানে না কেনো তাদের পরিচিত পরিবেশ তাদের সাথে এমন বিরূপ আচরণ করছে। তারা তো এই পরিবেশের সাথে মিশেই ছিল।
তারা জানে না, কিন্তু আমরা জানি। আমরা যে মানুষ/ দেশগুলো পরিবেশ প্রীতি বাড়ানোর কথা বলছি তারা জানি কার ভুলে পরিবেশ এত ক্ষীপ্ত !!

বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা অস্বাভাবিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ধারনা করা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা না কমলে বাংলাদেশের ১৭% জমি সমুদ্রে নিমজ্জিত হবে। বাংলাদেশ ৫০ বছর আগে ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এ ভূখণ্ড অর্জন করেছে। অন্যের উচ্চাকাঙ্ক্ষা কিংবা ভুলের জন্য নিজের প্রিয় দেশ খতিগ্রস্থ হবে তা কোনো ভাবেই কাম্য নয়।
দেশকে বৈশ্বিক এ দুর্যোগের হাত থেকে রক্ষা করতে ২০১৮ সালে নেদারল্যান্ডদের অনুসরণে বাংলাদেশ সরকার ডেল্টা প্ল্যান ২১০০ উন্নয়ন প্রকল্প হাতে নেয়।
এই পরিকল্পনার প্রথম ধাপে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০ টি প্রকল্প গ্রহন করা হয়েছে।
এতে ব্যয় প্রায় ৩ হাজার ১৪৫ বিলিয়ন টাকা।
ডেল্টা প্ল্যানে ৬ টি লক্ষ নির্ধারণ করা হয়েছে – নদী ভাঙ্গন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রন ও নিষ্কাশন।
বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের জন্য এ ব্যয় নির্বাহ করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে।
এই পরিকল্পনা অনেক টুকুই সহজ হলে যদি গ্রীন ক্লাইমেট ফান্ডের প্রতিশ্রুত অর্থ বাংলাদেশ পায়।
বাংলাদেশ এই অর্থ চাই কারন এটি কোনো অনুদান নয়, এটি ক্ষতিপূরণ।krishan foundation
বাংলাদেশ এই অর্থ চাই কারন পূর্বাশাদ্বীপের মত সে তার আর কোনো জমি সমুদ্রের গভীরে হারাতে চাই না।
শেষে বলতে চাই ক্ষতিগ্রস্থ মানুষের আর্তনাদ অভিশাপে পরিণত হওয়ার আগেই যেন আমরা মানুষবান্ধব এবং পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তুলতে সক্ষম হই এবং সকল মানবসমাজ একসাথে পরিবেশের বন্ধু হতে পারি, তবেই হয়তো Eco friendly, sustainability, philanthropy শব্দগুলো সার্থক হবে। সার্থক হবে কবিতার লাইন গুলো
“এ বিশ্বকে শিশুর
বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে
এ আমার দৃঢ় অঙ্গীকার।বাংলাদেশ

- A word from our sponsors -

Most Popular

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More from Author

Begum Shaw | Sydney Cove and the lascars | Bangladesh

Begum Shaw, Sydney Cove and the lascars from Bangladesh: A heroic...

Restoring Planetary Health for More Resilient Economies

Sima Akter Final Year BSS (Hon.) Economics Hamdard University of Bangladesh Email: suhanasima16@gmail.com Phone: 01611696660 Introduction: Human...

Message From the Founder

Founder of Krishan Foundation Dr. Abed CHAUDHURY

Biochar – Unfolding New Chapters of Sustainable Energy

Biochar – Unfolding New Chapters of Sustainable Energy Written by: Tuba Yasmin,...

- A word from our sponsors -

Read Now

Begum Shaw | Sydney Cove and the lascars | Bangladesh

Begum Shaw, Sydney Cove and the lascars from Bangladesh: A heroic tale of 1797 Australia-Bangladesh collaboration in Colonial Australia Abed Chaudhury In March 1797 at Ninety Mile Beach in the state of Victoria, Australia five British and 12 “Bengali”” seamen swam ashore after their longboat, Sydney Cove  was destroyed...

Restoring Planetary Health for More Resilient Economies

Sima Akter Final Year BSS (Hon.) Economics Hamdard University of Bangladesh Email: suhanasima16@gmail.com Phone: 01611696660 Introduction: Human survival critically depends on the environment- almost all material consumptions and life-saving services. Unfortunately, the man-environment relationship has become fragile, particularly since the middle of the 20th century, mainly because of the over-exploitation of natural resources...

Message From the Founder

Founder of Krishan Foundation Dr. Abed CHAUDHURY

Biochar – Unfolding New Chapters of Sustainable Energy

Biochar – Unfolding New Chapters of Sustainable Energy Written by: Tuba Yasmin, Md. Mahadi Hasan Biochar, a modern approach to carbon sequestration to enable negative carbon emissions also produce oil and gas by-products that can be used as fuel. However, the co-production of biochar and bioenergy can help to mitigate...

Observing The Growth Of PV Rice

    Visit of the High Commissioner of Australia HE Jeremy Bruer and his colleague Kate Sangster to the Kanihati rice farm of Abed CHAUDHURY

Discovering The Land of Gold – Ghana

A report by Krishan Foundation Pty Ltd Taspia Islam Title of the topic Page number Location History 01 Independence Capital City Agriculture 02 Relief and Drainage 03 Soil Climate 04 Plant and Animal life 05 Ethnic and Linguistic groups Religion Settlement patterns 07   LOCATION Ghana, a country in western Africa, is situated on the coast of the Gulf of Guinea. Situated on the coast of the Gulf of Guinea in...

FILLING THE GAPS IN THE HISTORY OF EVOLUTIONARY THEORIES

A Synopsis of Malik et al.’s “An untold story in biology: the historical continuity of evolutionary ideas of Muslim scholars from the 8th century to Darwin’s time” by SYEDA BHUMIKA MAHMUD In their article “An untold story in biology: the historical continuity of evolutionary ideas of Muslim scholars from the 8th century...

Sustainable Bangladesh | Solar Energy | Sustainable

Bangladesh is looking forward to renewable energies to contribute to reducing global warming. For that, Renewable energy is a great option to switch to. Reliance on renewable energy is increasing in Bangladesh as in other countries of the world. At the same time, the country is trying...

Siloti | A People Apart | Apart

AA RAHMAN, Ph.D. (MIT)   The People Sil’oti–  the “Sylhettans” - have been a sea-faring (now, air-plying),  pioneering people. From times immemorial in antiquity. Right into our times. Unlike their land-bound neighbours, the Assamese, Tibetan, and the Indians. In this daring, pioneering, adventurous spirit and activity - they were like the...

Combating Climate Change | Panchavrihi Rice and The Krishan Way | Climate

Krishan Foundation started its journey in 2003 by initiating farmer-centered experiments in Kanihati Bangladesh.  The goal was to develop rice varieties suitable for the impending climate changes that threatened agriculture.  The work was the brainchild of Abdul M (Abed) Chaudhury who grew up in a farming family...

How can income inequality and environmental degradation reinforce each other | perspective EKC and IPAT | Soma Dhar

Ph.D. Student, Department of Economics, University of Chittagong Figure 1:Environmental Kuznets Curve   In 1955, Kuznets was the first to assert that as the economy develops, income inequality initially rises, contacts a peak, and then starts to fall after a specific level of income has been achieved. Subsequently, the...

Rhododendron | Kanihati | Rhododendron From Kanihati

Rhododendron from Kanihati Writer Tuba Yasmin In October 2021, I visited a village which is a picturesque place named Kanihati situated in Hajipur, Sylhet, Bangladesh. (Latitude- 24.4166° north, Longitude- 91.9402° east, Elevation-21 meters/69 feet ) Kanihati is a biodiverse place enriched in different types of known, unknown, and wild...